খাগড়াছড়িতে ২ শতাধিক রোগী পেলেন চিকিৎসা সহায়তা

fec-image

বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ির মহালছড়ি জোন দুর্গম গোয়ামাহাট পাড়া এলাকায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে। এ মানবিক কার্যক্রমে মোট ২৪৭ জন অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

চিকিৎসা কার্যক্রমে উপস্থিত থেকে রোগীদের সেবা দেন মহালছড়প জোনের ৫ফিল্ড অ্যাম্বুলেন্সের মেডিসিন স্পেশালিষ্ট মেজর মোহাম্মদ মোজাম্মেল হোসেন ও বায়োলজিস্ট ক্যাপ্টেন মোহাম্মদ বোরহান উদ্দিন।। দক্ষ ও অভিজ্ঞ এই চিকিৎসকদের সরাসরি তত্ত্বাবধানে রোগ নির্ণয়, পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

চিকিৎসা সেবার আওতায় সাধারণ ও জটিল বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, স্ত্রীরোগজনিত সমস্যা, মাথাব্যথা এবং দাঁতের ব্যথাসহ নানা স্বাস্থ্যগত জটিলতা।

দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ নিয়মিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকেন। সেনাবাহিনীর এই বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প তাদের জন্য ছিল আশীর্বাদস্বরূপ। চিকিৎসা নিতে আসা রোগীরা আন্তরিক সেবায় সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ নিয়মিত আয়োজনের দাবি জানান।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, পার্বত্য অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ পাহাড়ি জনপদের মানুষের মাঝে আস্থা, ভরসা ও কৃতজ্ঞতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন