বার্মাছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

fec-image

খাগড়াছড়ির বার্মাছড়ি মুখ এলাকা থেকে ঝিরিপথে পাচারকৃত বিপুল পরিমাণ অবৈধ কাঠ মগকাটা এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে জব্দ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থল থেকে ৫৩০ পিস অবৈধ কাঠ উদ্ধার করা হয়, যার পরিমাণ আনুমানিক ১,০৬০ সিএফটি। জব্দকৃত কাঠের বাজারমূল্য প্রায় ৪ লাখ ৭৭ হাজার টাকা বলে জানা গেছে।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের ঝিরিপথ ব্যবহার করে সংঘবদ্ধ চক্র অবৈধভাবে কাঠ পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের আগেই কাঠগুলো জব্দ করা সম্ভব হয়।

পরবর্তীতে জব্দকৃত কাঠ সরতা বন বিভাগ, হাটহাজারী রেঞ্জ, চট্টগ্রাম উত্তর বন বিভাগে যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে এ চোরাচালানের সঙ্গে কিছু অসাধু কাঠ ব্যবসায়ী জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিরাপত্তা বাহিনী জানায়, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি তারা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও টেকসই উন্নয়নের স্বার্থে সর্বদা জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন