টেকনাফে বিএনপির বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

fec-image

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সংসদীয় আসনে জাতীয়তাবাদী দল বিএনপির বিজর সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে টেকনাফ সদর ইউনিয়ন জাহালিয়া পাড়ায় এ বিজয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

শাহজাহান চৌধুরী বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে এদেশ ও মানুষ নিরাপদে থাকে, ভবিষ্যতে ক্ষমতায় গেলে নিরাপদে রাখবে ইনশাআল্লাহ। দেশের শৃংখলা ও শান্তি বজায় রাখা হবে। টেকনাফের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিতে ভোট কেন্দ্রে মা বোনকে এগিয়ে নিয়ে আসতে হবে। ক্ষমতায় গেলে মহিলা মেম্বার পদ বাড়ানো হবে। অতীতে বিএনপি মহিলাদের অগ্রাধিকার দিয়ে বিভিন্ন পদ সৃষ্টি করে প্রতিদ্বন্ধিতা করার সুযোগ করে দিয়েছে। ক্ষমতায় গেলে আরো পদ সৃষ্টি করে সমাজে প্রতিষ্ঠিত করা হবে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের পাশাপাশি দুঃস্থ আসহায় পরিবারে ফ্যামিলি ও কৃষি কার্ড দেওয়া হবে। ধর্মের লেবাস নিয়ে একটি দল জান্নাত বিক্রি করছে। এতে কান দিয়েননা। এগুলো ভন্ডামি। এদের থেকে সাবধান থাকুন।’

প্রধান অতিথি তার বক্তব্যে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বিনম্র শ্রদ্ধা জানান।

টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় বিজয়ের এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, বিশেষ অতিথি পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক মেম্বার, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সি. সহ-সভাপতি মোহাম্মদ হাসেম সিআইপি, বিশেষ অতিথি কক্সবাজার জেলা যুবদলের সহ-সভাপতি জাহেদুল ইসলাম মাহমুদ, জেলা বিএনপির সদস্য মো. ইসমাইল মেম্বার, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,টেকনাফ সদর ইউপি সদস্য জালাল আহমদ মেম্বার, বিশিষ্ট সমাজসেবক তরুণ রাজনীতিবিদ মো. সিরাজ,এলাকার জামাই এড হাসান বান্না, এলাকার মেয়ে সুফিয়া আক্তার ডানু,উপজেলা যুবদলের আহবায়ক মো. কাইয়ুম, সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রফিক ,জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আবদুল আমিন আবুল,সদর বিএনপির সাধারণ সম্পাদক মো. তাহের,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর সাদেক, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব হেলাল উদ্দিন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন