টেকনাফে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক


কক্সবাজারের টেকনাফে র্যাব-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ ওমর ছিদ্দিক নামের মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে। টেকনাফের সাবরাং ইউনিয়নের স্লুইচ গেইট এলাকার কেওড়া বাগানের অভ্যন্তরে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই পাচারকারীকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
অধিনায়ক জানান, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও বিজিবি একটি যৌথ দল টেকনাফের সাবরাং ইউনিয়নের সুইচ গেইট এলাকার কেওড়া বাগানের অভ্যন্তরে এক বিশেষ অভিযান চালায়। একটি পাচারকারী চক্র মিয়ানমার হয়ে নাফ নদী পেরিয়ে পাচার হয়ে আসা টেকনাফের সীমান্ত দিয়ে মাদকের একটি চালান গ্রহণের জন্য কিছু ব্যক্তি কেওড়া বাগানের ভিতর অবস্থান করে। এই তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে ব্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প এবং টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) যৌথভাবে ওই স্থানে কয়েক ঘন্টা ধরে অভিযান চালায়। এসয়ম হাতেনাতে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের এক মাদক কারবারিকে আটক করা হয়। সে মিয়ানমারের মংডু থানার খারাংখালী গ্রামের মো. উসমানের পুত্র ওমর সিদ্দিক (২৮)।
সংবাদ ব্রিফিংয়ে অধিনায়ক অধিনায়ক আশিকুর রহমান আরো জানান, এই অভিযানটি এদেশের সীমান্ত রক্ষা ও মাদক চোরাচালান দমনে র্যাব-বিজিবির নিরলস প্রচেষ্টার দৃষ্টান্ত। সাড়ে ৩ লাখ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক হওয়ায় প্রমাণ করে আইনশৃঙ্খলা বাহিনী দেশের নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে।