পাহাড় অশান্ত করতে আ’লীগের নেতারাও ইন্ধন দিচ্ছে : ওয়াদুদ ভূইয়া

fec-image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দুর্গা পুজাকে কেন্দ্র করে একটি পক্ষ পাহাড়কে অশান্ত করা চেষ্টা করছে। ধর্ষণের ঘটনাকে সামনে রেখে দুস্কৃতিকারীরা ফায়দা লুঠার চেষ্টা করছে।পাহাড়ি-বাঙালির সুসম্পর্ক নষ্ট করতে পলাতক আ’লীগের নেতারাও এতে ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

শুক্রবার সন্ধ্যায় মানিকছড়ি উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় ওয়াদুদ ভ‚ইয়া সবাইকে ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে সম্প্রীতি রক্ষার অনুরোধ করেছেন। দলীয় নেতাকর্মীদের বিচার সালিশে না জড়ানোসহ অপকর্মের বিরুদ্ধে স্বোচ্ছার থাকার আহবান জানান।

সভায় মানিকছড়ি উপজেলা বিএনপির নতুন সভাপতি হাবিবুর রহমান ও মীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদসস্যের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ অংশ নেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন