অপহরণের ৫দিন পর মুক্তিপণে ছাড়া পেলেন যুবক
কক্সবাজারের টেকনাফে অপহৃত যুবক আতিক (২০) ৫ দিন পর ১০ লাখ টাকা মুক্তিপণে ফেরত এসেছে। অপহরণ আতিক হ্নীলা ইউনিয়নের নাটমোরা পাড়ার আব্দু সালামের দ্বিতীয় ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন আতিকের পিতা আব্দুস সালাম।
স্বজনরা জানান, গত ২৫ সেপ্টেম্বর রাত ৮ টার দিকে মোটর সাইকেল যোগে মুছনী গ্রামে তার এক বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে নয়াপাড়া রেজিস্ট্রার্ট রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে অপহরণকারী চক্রের হাতে অপহরণের শিকার হয়।
অপহরণের পর থেকে বিভিন্ন সন্দেহজনক এলাকায় ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। গত রবিবার ৯ নং ওয়ার্ডের মেম্বার মো. আলীসহ স্থানীয় প্রায় ৩০০-৪০০ বাসিন্দা ও টেকনাফ মডেল থানার পুলিশসহ গহিন পাহাড়ে অভিযান পরিচালনা করে। এসময় দুষ্কৃতকারীদের কয়েকটি আস্তানা ধ্বংস করা হলেও অপহৃত আতিককে উদ্ধার করা সম্ভব হয়নি।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পুলিশের তৎপরতা ও বার বার অভিযানের ভয়ে অপহরণ কারিরা ১০ লাখ টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে বলে নিশ্চিত করেছেন পরিবারের পক্ষ থেকে লেদা এলাকার আবছার কামাল ছিদ্দিকী।
এ বিষয়ে ভিকটিমের পিতা আব্দু সালামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ছেলে আতিক মুক্তিপণ দিয়ে ফেরত এসেছে, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কত টাকা মুক্তিপণ নিয়েছে তিনি স্বীকার না করলেও তার মামা আবছার কামাল নিশ্চিত করেছে। তিনি আরো জানান, আমার ছেলে আতিককে শারীরিক নির্যাতন করেছে দুষ্কৃতকারীরা।
উল্লেখ্য, অপহৃত আতিককে ফেরত পেতে হলে প্রথমে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলেন অপহরণকারীরা।