আগামী শুক্রবার আংশিক চন্দ্রগ্রহণ

image_551_162491
আগামী ২৬ এপ্রিল ঈশাব্দ শুক্রবার আংশিক চন্দ্র গ্রহণ ঘটবে। ঐদিন চাঁদ রাত ১২টা ১ মিনিট ৪৮ সেকেন্ড বিএসটিতে উপচ্ছায়ায় প্রবেশ করে ভোর ৪টা ১৩ মিনিট ১৮ সেকেন্ড বিএসটিতে উপচ্ছায়া হতে বের হয়ে আসবে এবং রাত ১টা ৫১ মিনিট ৪২ সেকেন্ড বিএসটিতে প্রচ্ছায়ায় প্রবেশ করে রাত ২টা ২৩ মিনিট ২৪ সেকেন্ড বিএসটিতে প্রচ্ছায়া হতে বের হয়ে আসবে। ঐদিন রাত ২টা ৭ মিনিটি ৩০ সেকেন্ড বিএসটিতে কেন্দ্রীয় গ্রহণ ঘটবে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.০২০। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশে আংশিক চন্দ্র গ্রহণটি দেখা যাবে।

ভারত মহাসাগরে অবস্থিত কোকোস দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিকে আগামী ২৫ এপ্রিল স্থানীয় মান সময় রাত ২৩টা ৫২ মিনিট ৪ সেকেন্ডে চাঁদ প্রথমবারের মত উপচ্ছায়ায় প্রবেশ করবে। অন্যদিকে ভারত মহাসাগরের মাদাগাস্কার দ্বীপের পূর্ব দিকে এবং কমরো দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্ব দিকে ২৫ এপ্রিল স্থানীয় মান সময় মধ্যরাত ২৩টা ৫৮ মিনিট ৩২ সেকেন্ডে চাঁদ শেষ বারের মত প্রচ্ছায়া হতে বের হয়ে আসবে। ভারত মহাসাগরের মাদাগাসকার দ্বীপের পূর্ব দিকে আগামী ২৫-০৪-২০১৩ খ্রি. স্থানীয় মান সময় মধ্যরাত ২৩টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। শুধুমাত্র এ স্থানেই গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.০২০।

সূত্র: আইএসপিআর

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন