আমি আজ স্বাধীন, মুক্ত: এটিএম আজহার


জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ ১৩ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়ে বলেছেন, ‘আমি আজ স্বাধীন, আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক।’
বুধবার সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়। মুক্তি পেয়ে শাহবাগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে সরাসরি যুক্ত হন তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমি প্রায় ১৪ বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হয়েছি।’
এটিএম আজহারুল ইসলাম, আমি সর্বপ্রথম আমাদের মহামন্য আদালতকে ধন্যবাদ জানাতে চাই, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠায় এক অগ্রণী ভূমিকা পালন করছেন। এত দিন ন্যায় বিচার ছিল না আদালতকে ব্যবহার করা হয়েছে।
এরপর তিনি তার আইনজীবীদের ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন, আগের সরকারের সময় আপনারা জানেন কিভাবে আমাদের ভাইকে হত্যাকাণ্ড করে দুনিয়া থেকে বিদায় করছে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উদ্দেশে তিনি বলেন, ধন্যবাদ জানাই ৩৬ জুলাইয়ের গণআন্দোলনের মহানায়কদের। যাদের আন্দোলনের অক্লান্ত পরিশ্রমের স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছিল।
এটিএম আজহার বলেন, সাধুবাদ বা ধন্যবাদ জানাই ছাত্র সমাজকে। যারা দীর্ঘ সাড়ে চোদ্দ থেকে পনেরো বছরের ফ্যাসিস্ট এবং জুলুমবাজ সরকার থেকে নতুন একটা বাংলাদেশ উপহার দিয়েছে।
রাস্তায় সমাবেশের আয়োজন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের যেন ভোগান্তি না হয়, এখন আর কথা বলব না। আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনার সাথে বারবার দেখা হবে, বারবার কথা হবে।