আলীকদমে ছাত্র-জনতা ও বিএনপির আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার সংবাদ শুনে বান্দরবানের আলীকদমে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও ছাত্র- জনতা উল্লাস করেছে।
সোমবার (৫ আগস্ট) বিকাল ৪টায় আলীকদম উপজেলার চৌমুহনী মোড়ে জমায়েত হয় ছাত্র জনতা। এরপর তাদের সাথে একান্তপোষণ করে উপজেলা বিএনপি ও প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা আনন্দ উল্লাস, বিজয় মিছিল করেন এবং বিজয় মিছিলের পরে উপস্থিত লোকজনের মাঝে মিষ্টি বিতরণ করেন ছাত্ররা।
পাশাপাশি আনন্দ মিছিলে সাধারণ লোকজন লাল সবুজের পতাকা নিয়ে মিছিল করতে দেখা যায়। পরে ক্যান্টিন মোড় সংলগ্ন বাজারে গাড়ির উপর দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আলীকদম উপজেলা বিএনপির নেতা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম,ইউনুস মিয়া।
ছাত্র জনতার উদ্দেশ্য করে বলেন, এটা জনতার বিজয় আপনারা সকলে শান্ত থাকুন এবং শৃঙ্খলা বজায় রাখুন। এসময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী, স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।