আলীকদমে সীমিত পরিসরে পালিত হবে প্রবারণা উৎসব
বান্দরবানের আলীকদমে ঐতিহ্যবাহী ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’ বা প্রবারণা উৎসব এ বছর সীমিত আকারে পালন করার সিদ্ধান্ত নিয়েছে উৎসব উদ্যাপন পরিষদ। প্রতিবছর চার দিনব্যাপী বিভিন্ন আনুষ্ঠানিকতা থাকলেও, পাহাড়ে সাম্প্রতিক পরিস্থিতির কারণে এবার দু’দিন ব্যাপী সীমিত পরিসরে উৎসব পালনের সিদ্ধান্ত হয়েছে। উৎসবের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এ বছর বাদ পড়েছে।
বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানান, তিন মাসের বর্ষাবাস শেষে মারমা সম্প্রদায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে এই উৎসব পালন করে। কথিত আছে, গৌতম বুদ্ধ এই আশ্বিনী পূর্ণিমায় মাথার চুল আকাশে উড়িয়েছিলেন, যা স্মরণে বৌদ্ধরা ফানুস বাতি উড়িয়ে থাকেন।
মাতামুহুরি অনথালয় শিশু সনদ পরিচালক ও মংপাখই হেডম্যান পাড়ার বিহার অধ্যক্ষ ভদন্ত উ-উইচারা মহাথের ভান্তে বলেন, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির কারণে এবছর ফানুস উত্তোলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। তবে ধর্মীয় আচার অনুষ্ঠান সীমিত আকারে পালিত হবে।
উৎসব উদযাপন কমিটির সভাপতি অংহ্লাচিং মার্মা জানান, এবছর উৎসবের কর্মসূচি কমানো হয়েছে এবং ফানুস উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
দু’দিনব্যাপী এই উৎসবে কল্প জাহাজ নিয়ে মাতামুহুরী নদীতে বিসর্জন দেয়া হবে, যা প্রবারণা পূর্ণিমার অন্যতম আকর্ষণ। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।