আলীকদম-লামায় দুর্গাপূজা উপলক্ষে সেনাজোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

fec-image

বান্দরবান রিজিয়নের আওতাধীন আলীকদম সেনাজোন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আলীকদম-লামা উপজেলায় নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি সাধারণ জনগণ এবং স্থানীয় প্রশাসনকে সার্বিক সহায়তা করে আসছে।

সোমবার (৭ অক্টোবর) সকাল ১১টার সময় আলীকদম ও লামা উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং বাংলাদেশ সেনাবাহিনী আলীকদম সেনাজোনের পক্ষে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের এই মহোৎসব এর নিরাপত্তার কথা বিবেচনা করে গত ০৬ অক্টোবর আলীকদম সেনা জোনের আওতাধীন সকল পূজা মণ্ডপ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের সাথে একটি নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও আলীকদম সেনা জোনের আওতাধীন আলীকদম ও লামা উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শনপূর্বক সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার ব্যবস্থার আশ্বাস দেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান প্রদান করা হয়।

নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব পালনের স্বার্থে এবং সুষ্ঠুভাবে পূজা পরিচালনার স্বার্থে আলীকদম জোন কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন