আসছে লেনোভোর নতুন দুই মডেলের স্মার্টফোন

fec-image

বাংলাদেশে নতুন দুই মডেলের স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে লেনোভো। মডেল দুটি হলো- লেনোভো এ৫ এবং লেনোভো এ৬ নোট। দীর্ঘ বিরতির পর বাংলাদেশের লেনোভোর স্মার্টফোন বাজারজাত করবে স্মার্ট টেকনোলজি। ২০১৬ সালে স্মার্ট টেকনোলজির হাত ধরে লেনোভোর মোবাইল ও স্মার্টফোন বাংলাদেশের বাজারে আসে। গত এক বছরে লেনোভোর মালিকানাধীন মটোরোলা ধীর গতিতে ব্যবসায়িক সফলতা নিয়ে স্মার্ট টেকনোলজির হাত ধরে এগিয়ে যাচ্ছে।

লেনোভো এ৫-এর বৈশিষ্ট্য:

লেনোভো এ৫ মডেলের ফোনটিতে রয়েছে ৩ জিবি র‌্যাম ও ১৬ জিবি রম এবং ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি সাথে ১০ ওয়াটের টার্বো চার্জিং সুবিধা। ফোনটির অন্যতম আকর্ষণ এর ক্যামেরা। ডিভাইসটির পেছন দিকে এলইডি ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনের দিকে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, এ ছাড়া এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আছে পেছন দিকে। ফোনটি দিয়ে ছবি তুলে সেগুলো ডিএনজি ফরম্যাটে সংরক্ষণ করা সম্ভব। ফোনটির দাম ১১ হাজার ৫০০ টাকার মধ্যে হতে পারে। এই দামের মধ্যে লেনোভো এ৫ সেরা বাজেট ফোন হতে পারে। কারণ শাওমি, অপ্পো, ভিভো, হুয়াওয়ে, স্যামসাং কারো এই দামে ৩ জিবি রেম ৪০০০ মিলিয়ন এম্পায়ার ব্যাটারি ১৩ + ৮ মেগাপিক্সেল এর ক্যামেরাসহ ফোন নেই।

লেনোভো এ৬ নোট-এর বৈশিষ্ট্য:

৬.০৮৮ ইঞ্চি ওাটার ড্রপ মেগা ডিসপ্লের ফোনটিতে ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম ব্যবহৃত হয়েছে। এই ফোনটিতে হেলিও পি২২ প্রসেসর ইউজ করা হয়েছে, যা একটি ১২ ন্যানোমিটারের প্রসেসর। ফলে এর গেমিং পারফরমেন্স এবং মাল্টি টাস্কিং অসাধারণ হবে। ফোনটিতে রয়েছে ৮৮ শতাংশ স্ক্রিন টু বডি রেটিও। স্মার্টফোনটিতে চার হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারির পাশাপাশি রয়েছে ১০ ওয়াটের টার্বো চার্জিং সুবিধা। লেনোভো এ৬ নোটের অন্যতম আকর্ষণ হচ্ছে এর ডুয়েল ক্যামেরা যাতে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ব্যাবহার করা হয়েছে। ডিভাইসটির পেছন দিকে এলইডি ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সাথে রয়েছে ২ মেগাপিক্সেলের এ আই ক্যামেরা। সামনের দিকে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এছাড়াও অনেক ধরনের আকর্ষণীও ফিচার রয়েছে এই ফোনটিতে । ১০৮০ পিক্সেলে ভিডিও শুট করতে পারবেন সাথে সাথে প্রতিটি ছবিতে পাবেন স্মুথ এবং শার্প একটা অনুভুতি। লেনোভো এ৬ নোটের দাম ১৫ হাজার টাকার মধ্যে হতে পারে জানিয়েছে স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের কর্তৃপক্ষ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন