আসামে ছয় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

fec-image

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বাংলাদেশ লাগোয়া সীমান্ত এলাকা থেকে অন্তত ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শনিবার ওই ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, দুই নারীসহ ছয় বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। পরে প্রতিবেশী বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ‘‘অবৈধ অনুপ্রবেশকারী ছয় বাংলাদেশিকে গ্রেপ্তারের পর ফেরত পাঠানো হয়েছে.. সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে আসাম পুলিশের সদস্যরা আন্তর্জাতিক সীমান্তের কাছে ওই ছয় বাংলাদেশি নাগরিককে শনাক্ত ও গ্রেপ্তার করে।’’

ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে বলা হয়েছে, আসামে গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা হলেন, মো. দিদারুল ইসলাম, সেন্টু খান, ইসমাইল হুসাইন রাহাত, সাকিব হুসাইন, সাথী আক্তার ও মীম শেখ।

আসামের মুখ্যমন্ত্রী বলেছেন, গ্রেপ্তারকৃতদের সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। তবে সীমান্তের কোন সেক্টর থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছিল, সেই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানাননি তিনি।

বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত আছে বলেও গত বৃহস্পতিবার জানিয়েছিলেন আসামের এই মুখ্যমন্ত্রী।

আসামের পুলিশ বলেছে, গত আগস্ট থেকে এখন পর্যন্ত অন্তত ১৬৭ বাংলাদেশিকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তারের পর ফেরত পাঠানো হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও আসাম পুলিশ বলেছে, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ লাগোয়া আসামের এক হাজার ৮৮৫ কিলোমিটার সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

আসাম পুলিশের মহাপরিচালক জি পি সিং বলেছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে উচ্চ সতর্কাবস্থায় রয়েছে আসাম পুলিশ; যাতে কোনও ব্যক্তি অবৈধভাবে রাজ্যে প্রবেশ করতে না পারেন।

সূত্র: পিটিআই।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন