খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে ইউপিডিএফ প্রসীত গ্রুপের দুই নেতাকর্মী নিহত


খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বানছড়ি প্রেসবাজারে প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের দুই শীর্ষ পর্যায়ের নেতা নিহত হয়েছে।
মঙ্গলবার(২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে দীঘিনালা উপজেলার বানছড়া ফ্রেশ বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে সদিব্য কুমার চাকমা ওরফে বাঙ্গাল (৩৫) ও এনজেল চাকমা ওরফে বাবু চাকমা(৩৫)। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ উত্তম চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্য দু‘জনের লাশ উদ্বার করেছে। লাশ খাগড়াছড়ি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
এলাকাবাসী জানিয়েছে, সকালে দিলিপ কুমার চাকমার বাড়ির সামনে বসে কয়েকজন বসে দাবা খেলছিল। এ সময় একদল অস্ত্রধারী লোক বাজারে ঢুকে এলোপাথারি গুলি ছুড়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। এ ব্যপারে পাহাড়ে আঞ্চলিক সংগঠনগুলো ইউপিডিএফ প্রসীত গ্রুপরে গণমাধ্যম প্রধান নিরণ চাকমা এ হত্যাকাণ্ডে প্রতিপক্ষকে দায়ী করলেও কোন প্রতিপক্ষ সেটা পরিস্কার করেননি।