বাইশারী জেলা পরিষদ থেকে ৫৩ জন ইমাম ও মুয়াজ্জিনকে নগদ অর্থ সহায়তা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে জেলা পরিষদের পক্ষ থেকে ৫৩ জন ঈমাম ও মুয়াজ্জিনকে করোনাভাইরাস প্রতিরোধে নগদ অর্থ সহায়তা দিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহ।
বৃহস্পতিবার(১৬ এপ্রিল) বিকাল ৫ টার সময় বাইশারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাইশারী ইউনিয়নে অবস্থিত মসজিদের ঈমাম ও মোয়াজ্জিনের নিকট জেলা পরিষদ চেয়ারম্যান এর নিকট থেকে প্রাপ্ত নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
উপজেলা চেয়ারম্যান উপস্থিত ঈমামদের উদ্দেশ্য বলেন, এই দুর্যোগময় মুহুর্তে জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় করোনাভাইরাস প্রতিরোধে সাধরণ মানুষের পাশাপাশি ঈমাম ও মুয়াজ্জিনদের ও অর্থ সহায়তা দেন।
তিনি আরো বলেন কেউ যেন ধর্মের অপব্যাখা করে গুজব ছড়াতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য আহ্বান জানান।
তাছাড়া তিনি এই কঠিন বিপদে মহান আল্লাহর নিকট বর্তমান সরকারের জন্য ও দেশবাসীর জন্য ঈমামদের নিকট দোয়া কামনাসহ সকলকে বিপদে ধৈর্য্য ধারনের কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বাবু ক্যানওয়ান চাক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু মংলা মার্মা, পরিষদ চেয়ারম্যান মো. আলম কোম্পানি, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাংগীর আলম বাহাদুর , সাধারণ সম্পাদক মংথোয়াইলা মার্মা, সাংবাদিক জাহাংগীর আলম কাজল, সাংবাদিক আবদু রশিদ সাংবাদিক মো. শাহীন প্রমুখ।