উখিয়ায় ধর্ষকদের ফাঁসির দাবীতে হেলপের মানববন্ধন
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার
উখিয়ায় চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক রানা ও শিবলীর ফাঁসির দাবীতে সোমবার বিকেলে কোটবাজার ষ্টেশনে এনজিও সংস্থা হেলপ কক্সবাজারের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মানববন্ধনত্তোর সভায় বক্তব্য রাখেন, হেলপ কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম, পরিকল্পিত উখিয়া চাই, ও নারী শিশু পাচার ও নির্যাতন প্রতিরোধ কমিটির আহবায়ক সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, দলিলুর রহমান।
বক্তারা ধর্ষণকারী রানা ও শিবলীর ফাঁসির দাবী জানিয়েছেন এবং পলাতক ধর্ষক শিবলীকে ধরে পুলিশের নিকট সোপর্দকারীকে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষনা করা হয়।
উল্লেখ্য, ২৬ এপ্রিল উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের দিন মজুর আমির হামজার কিশোরী কন্যা মাদ্রাসা ছাত্রী মরিয়ম বেগম (১৫) লিটন ষ্টুডিওতে ছবি তুলতে এসে ধর্ষনের শিকার হয়ে অপমান সহ্য করতে না পেরে বাড়ীতে গিয়ে গলায় ফাসঁ লাগিয়ে আত্নহত্যা করে। এ ব্যাপারে উখিয়া থানা পুলিশ ধর্ষনকারী রানাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করিলে আদালত মামলার তদন্তকারী কর্মকর্তা উখিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মহিদুল আলমের আবেদনের প্রেক্ষিতে তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।