মুজিববর্ষ উপলক্ষে পার্বত্যমন্ত্রণালয়ের উদ্যোগে মানিকছড়িতে চারা বিতরণ
মুজিববর্ষ উদযাপনে দেশব্যাপি এক কোটি বনজ, ফলজ ওষধি গাছের চারা বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় জেলা পরিষদের মাধ্যমে জনপদের তৃণমূলে চারা বিতরণ শুরু করেছেন।
রবিবার (১৯ জুলাই) খাগড়াছড়ি জেলা পরিষদ এর সদস্য এমএ. জব্বারের উপস্থিতিতে মানিকছড়ি উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষকের মাঝে পনেরো সহস্রাধিক বনজ, ফলজ, ওষধি চারা বিতরণ করা হয়েছে।
বিতরণকালে জেলা পরিষদ সদস্যের পাশাপাশি উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান এমএ. রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মজুমদার, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কামাল, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চহ্লাপ্রু মারমা।