এসএসসি পরীক্ষার্থীদের মাঝে কাপ্তাই ছাত্রলীগের শিক্ষা উপকরণ বিতরণ


কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম উদ্দিন মামুনের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
রবিবার (২৬ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় নতুন বাজারস্থ শেখ রাসেল স্মৃতি সংসদ প্রাঙ্গনে এই শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানটি করা হয়।
বক্তব্য রাখেন, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বাদল, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন, কাপ্তাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক নূর হোসেন মামুন, কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম উদ্দিন মামুনসহ আরও অনেকে।
শিক্ষা সমাগ্রী বিতরণকালে বক্তারা বলেন, ভালো শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ তথা সমাজের উন্নয়নের পথযাত্রী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। সুন্দর, আদর্শ সমাজ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই।
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করার মাধ্যমে শিক্ষার প্রতি তাদের আগ্রহ সৃষ্টি ও তাদের অনুপ্রেরণা দিয়ে পাশে থাকার জন্য বক্তারা আয়োজনকেও ধন্যবাদ জানান।