এসএসসি পরীক্ষায় পানছড়ির জমজ বোনের সাফল্য


এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে পানছড়ির পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছে দু’জমজ বোন মুক্তা চাকমা ও ক্ষেমা চাকমা।
তাদের রোল যথাক্রমে ৭১৮৪৩০ ও ৭১৮৪৩১। মুক্তার অর্জিত পয়েন্ট ৩.৩৯ ও ক্ষেমার ৩.৬১।
তারা লোগাং ইউপির মুনিপাড়া গ্রামের স্নেহ কুমার চাকমা ও সুষেন বালা চাকমা’র সন্তান।
তাদের বন্ধুরা জানায়, দু’জনের চেহারা ও উচ্চতা একই ধরণের। ফলে কে মুক্তা কে ক্ষেমা তা চেনা কষ্টকর।
বিদ্যালয় শিক্ষক সুলতান মাহামুদ বলেন, তাদের দু’জনেরই মেধা ভালো। তবে তাদের চেনা মুশকিল।
ঘটনাপ্রবাহ: জমজ, পানছড়ি
Facebook Comment