কক্সবাজারে ‘অপারেশন সুন্দরবন’ এর ট্রেইলার উন্মোচন: মুক্তি ২৩ সেপ্টেম্বর
র্যাবের দুঃসাহসিক অভিযানের উপর নির্মিত চলচ্চিত্র ” অপারেশন সুন্দরবন” এর ট্রৈইলার উন্মোচন করা হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে।
শুক্রবার (২৯ জুলাই) রাতে ট্রেইলারের উন্মোচন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। এসময় তিনি বলেন, ছবিটি আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে, এই ছবিতে সুন্দরবন দস্যুমুক্ত হওয়ার গল্পের পাশাপাশি বাংলাদেশের প্রথম ওয়াইল্ড লাইফ একশান থ্রিলার চলচ্চিত্র এটি।
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।অনুষ্ঠানে চলচ্চিত্রের পরিচালক দীপংকর দীপন, অভিনয় শিল্পী রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সুন্দরবনের উপর নির্মিত এই চলচ্চিত্র তৈরি করতে সময় লেগেছে ৩ বছর।