কক্সবাজারে বিমান চলাচল শুরু
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
ঘূর্ণিঝড় ‘মহাসেন’ দুর্বল হয়ে বাংলাদেশ অতিক্রম করার পর কক্সবাজার জেলা বিপদমুক্ত হলেও সাগর এখনো মাঝারী ধরণের উত্তাল রয়েছে। বলবৎ রয়েছে কক্সবাজার, চট্রগ্রাম ও মংলা সমুদ্র বন্দরকে দেয়া ৩ নং স্থানীয় সর্তক সংকেত।
শুক্রবার সকাল ১০ টার পর থেকে খুলে দেয়া হয়েছে কক্সবাজার বিমান বন্দর । ১১ টা ৫০ মিনিটে যশোর থেকে প্রথম আসা একটি কার্গো বিমান নামার মধ্য দিয়ে কক্সবাজার বিমান বন্দরের কার্যক্রম শুরু হয়।
সর্বশেষ আশ্রয় কেন্দ্রে থাকা লোকজন আজ সকালে তাদের বাসা বাড়িতে ফিরে গেছে। দুর্যোগ পরবর্তি ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করার জন্য উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
Facebook Comment