কক্সবাজার জেলা প্রশাসনের আরডিসি হলেন পেকুয়ার এসিল্যান্ড মীকি মারমা
কক্সবাজার জেলা প্রশাসনের নতুন রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) হিসাবে মীকি মার্মা (১৭৮৮৩) কে নিয়োগ দেওয়া হয়েছে। মীকি মার্মা বর্তমানে পেকুয়ার এসি ল্যান্ড হিসাবে কর্মরত রয়েছেন।
গত ৭ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার উপসচিব এ.কে.এম আল আমিন স্বাক্ষরিত, ২০৩ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে মীকি মার্মা সহ ২০ জন একই পদমর্যাদার বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলা প্রশাসনে পদায়ন করে তাদের চাকুরী ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের নতুন আরডিসি হিসাবে পদায়ন হওয়া মীকি মার্মা বিসিএস (প্রশাসন) ৩৪ তম ব্যাচের সদস্য। তিনি ২০১৯ সালের ৩ নভেম্বর পেকুয়ার এসি ল্যান্ড পদে যোগদান করেন।
অপরদিকে, পেকুয়ার নতুন এসি ল্যান্ড হিসাবে আসিফ আল জিনাত (১৮৫২১) কে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৬ জুলাই চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত ৩০৯ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়। আসিফ আল জিনাত’র নিজ বাড়ি জামালপুর জেলায় এবং শ্বশুর বাড়ি পাবনা জেলায়।