করোনাভাইরাস: নমুনা সংগ্রহে পানছড়ির সলিটের সেঞ্চুরী


পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) সলিট চাকমা নমুনা সংগ্রহে সেঞ্চুরী পূর্ণ করেছে। এসব নমুনা হট স্পট থেকে ফেরা সন্দেহভাজনদের থেকে নেয়া।
রোববার (২৪ মে) মোহাম্মদপুর, ইসলামপুর ও তালুকদার পাড়া এলাকায় ১৭টি নমুনা সংগ্রহের মধ্যে দিয়েই পূর্ণ হয়েছে সেঞ্চুরী।
জানা যায়, পানছড়ি উপজেলার সব’কটি নমুনা তার হাতেই সংগ্রহ। নিজের নিরাপত্তা জনিত পোশাক পরে সে সব সময় প্রস্তুত।
এ যাবৎ তার সংগ্রহ ১০১টি। তাকে সার্বিক সহযোগিতা দিয়েছে দুই সহযোগি এমটিইপিআই ললেন্দ্র ত্রিপুরা ও অফিস সহায়ক সাধন চাকমা।
নমুনা সংগ্রহকালে কথা হলে সলিট জানায়, গত পাঁচ মাসে সে একদিনের জন্যও ছুটি ভোগ করেনি। দেশকে নিরাপদ রাখতে পেশাদারিত্বের সহিত জীবনের মায়া ত্যাগ করে হলেও নমুনা সংগ্রহের কাজ করে যাবার কথা জানান।
তার অনুপ্রেরণা উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: অনুতোষ চাকমা। তারই দিক নির্দেশনা মোতাবেক তিনি কাজ করে যাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা জানান, সে খুবই সাহসী। নমুনা সংগ্রহের কথা বললেই সে ছুটে চলে আগ্রহ নিয়ে। এ ধরণের লোক থাকলে যে কোন প্রতিষ্ঠানে দ্রুত উন্নতি সম্ভব।