করোনায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন: খাগড়াছড়িতে ১৯শ ব্যক্তিকে চার লাখ ২১ হাজার টাকা অর্থদণ্ড


খাগড়াছড়িতে ঢিলেঢালাভাবে চলছে ৮ম দিনের লকডাউন। মানছেনা কেউ স্বাস্থ্য বিধি। দূর পাল্লার গাড়ি চলাচল বন্ধ ছাড়া বাকী সব কিছু চলছে ঠিকঠাকভাবে। করোনার সংক্রমণ ঠেকাতে মাঠে কাজ করছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা। এ দিকে স্বাস্থ্যবিধি লংঘনের অপরাধে ২০ দিনে ১৯শ ব্যক্তিকে চার লাখ ২১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
খাগড়াছড়িতে বর্তমানে ৬৩ জন করোনায় আক্রান্ত রোগী রয়েছেন। তারা খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল এবং নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন। তবে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা এখনো ১ থেকে ৫জনের মধ্যে। এ পর্যন্ত খাগড়াছড়িতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন।
এদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন জানান, ১ এপ্রিল থেকে গত ২০ দিনে খাগড়াছড়িতে স্বাস্থ্যবিধি লংঘনের অপরাধে ১৯শ ব্যক্তিকে চার লাখ ২১ হাজার ৩২০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ আইনে ২ জনকে ৭ দিন ও আইন অমান্য করার অভিযোগে ৫জনকে সূর্যাস্ত পর্যন্ত কারাদণ্ড প্রদানসহ পানছড়ি ও লক্ষ্নীছড়িতে ২শ ৫০ জনকে মাস্ক বিতরণ করে ভ্রাম্যমাণ আদালত।