করোনা: রাঙামাটিতে ৫৯ জনের ফলাফল নেগেটিভ, কোয়ারেন্টাইনে ১০১


রাঙামাটিতে করোনা সন্দেহে ৮৩ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অভ ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজেজেজে (বিআইটিআইডি) পাঠানো হয়েছে।
এর মধ্যে সর্বশেষ বৃহস্পতিবার (১৬এপ্রিল) বিকেল পর্যন্ত ৫৯ জনের রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগের হাতে এসে পৌছেছে। আর প্রাপ্ত ৫৯ জনের রিপোর্ট নেগেটিভ বলে বৃহস্পতিবার বিকেলে হিল রিপোর্ট নিশ্চিত করেছেন, সিভিল সার্জন কার্যালয়ের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো মোস্তাফা কামাল।
ডা. কামাল বলেন, এখন পর্যন্ত আমাদের আরও ২৪জনের রিপোর্ট হাতে এসে পৌছেনি। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রাঙামাটিতে এ পর্যন্ত ১০১জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
ডা. কামাল জানান, আমরা এখনো ঝুঁকিমুক্ত নয়। আমাদের আরও সাবধানে থাকতে হবে। অকারণে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ প্রদান করেন তিনি।
ঘটনাপ্রবাহ: কোয়ারেন্টাইনে, নেগেটিভ
Facebook Comment