কাপ্তাইয়ে মাদক কারবারী আটক
কাপ্তাইয়ে একের পর এক মাদক অভিযান অব্যাহত রয়েছে। ধরা পড়ছে মাদক কারবারী, সেবনকারী, অধরা রয়েছে গড ফাদাররা। কাপ্তাই পুলিশ চলতি সপ্তাহে অভিযান চালিয়ে একের পর এক মাদক কারবারী, সেবনকারী ও পাচারকারীকে আটক করছে।
কাপ্তাই থানার এসআই মনিরুজ্জামন, এএসআই রিয়াজুল হক দিপু এবং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউল হক চৌধুরী সোমবার(২৫ নভেম্বর)রাতে অভিযান চালিয়ে নতুন বাজার এলাকা হতে মেলা সেলুন এর মালিক গৌরঙ্গ চন্দ্র শীলের ছেলে মিন্টু চন্দ্র শীল মাদক কারবারীকে আটক করে।
তাদের বিরুদ্ধে মাদক কারবারীর মামলা রয়েছে বলে পুলিশ পরিদর্শক উল্লেখ করেন। এছাড়া একই দিন রাত আড়াইটায় লগগেইট এলাকার ইউনুসের ছেলে মোঃ নুরুনবী কাঞ্চল (২৮) রিভারভিউ সড়কের পাশ্ববর্তী মদ খেয়ে মাতাল হয়ে অশালিন ভাষায় গালমন্দ করার দায়ে কাপ্তাই পুলিশ ফাঁড়ির টহলদল উক্ত মাদক সেবনকারীকে আটক করে।
কাপ্তাই থানার ইনচার্জ নাসির উদ্দিন (ওসি) বলেন, মাদক অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেয়া হবেনা। সে যতধরনের গড ফাদার হোকনা কেন। যাদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে এদের ইতোমধ্যে ২ জনকে আটক করা হয়েছে। বাকিদেরও অচিরেই ধরা হবে।
এদিকে আটক আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাঙ্গামাটি এদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।