কাপ্তাইয়ে অসুস্থ রোগীদের মাঝে ৫ লাখ টাকার চেক বিতরণ

fec-image

রাঙামাটির কাপ্তাইয়ে সমাজসেবা অধিদফতরের অধীনস্থ উপজেলা সমাজসেবা কার্যালয় ১০জনকে ৫লাখ টাকার চেক বিতরণ করেছে।

বুধবার (৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা সম্মোলন কক্ষ কিন্নরীতে এ চেক বিতরণ করা হয়।

কাপ্তাই উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান জানান, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত ১০জনকে রোগীকে জনপ্রতি ৫০হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা চেক দেয়া হয়।

এ সময় চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক ও উপজেলা নির্বাহী অফিসার রুমন দে।

এছাড়াও উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন