ক্ষতিগ্রস্ত বিহার ও মন্দিরে ২৫ লাখ টাকা অনুদান
কক্সবাজারে সম্প্রীতি সমাবেশ
কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত ২৫ টি বৌদ্ধ বিহার এবং হিন্দু মন্দিরে নগদ এক লাখ টাকা করে অনুদান প্রদান করেছে বেসরকারি সংগঠন রিস্সো কোসেই-কাই বাংলাদেশ। শুক্রবার বিকাল ৪ টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক সম্প্রীতি সমাবেশ ও দানানুষ্ঠানে এসব অনুদান প্রদান করা হয়। বৌদ্ধ ধর্মীয় নেতা ড. ধর্ম সেন মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইসলামী ফাউন্ডেশনের কক্সবাজারের উপ-পরিচালক আবু তাহের, রিস্সো কোসেই-কাই কর্মকর্তা আশোক বড়ুয়া, দেশপ্রিয় বড়ুয়া, বাদল বড়ুয়া, জাপানের নাগরিক রেভারেন্স আরি তোসি প্রমুখ।
রিস্সো কোসেই-কাই এর কর্মকর্তা কাঞ্চন বড়ুয়া ও রুমন বড়ুয়ার পরিচালনায় সভায় বক্তারা বলেন, গত ২৯ সেপ্টেম্বর কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ এবং চট্টগ্রামের পটিয়ায় সংঘটিত বৌদ্ধ বিহার এবং হিন্দু মন্দিরে হামলার ঘটনাটি দু:খজনক। এ সহিংসতা থেকে সকলকে দূরে থেকে সম্প্রীতি রক্ষায় কাজ করার আহবান জানানো হয়। সভায় ২৯ সেপ্টেম্বর ক্ষতিগ্রস্ত ২৫ টি বৌদ্ধ বিহার এবং একটি হিন্দু মন্দিরে নগদ এক লাখ টাকা করে ২৫ লাখ টাকা করে অনুদান প্রদান করেন অতিথিবৃন্দ।