খাগড়াছড়িতে আন্তঃ একাডেমি ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
“সুস্থ দেহে সুস্থ মন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি ব্যাডমিন্টন একাডেমি’র উদ্যোগে সপ্তাহব্যাপী আন্তঃএকাডেমি ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২৪ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ মার্চ) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি ইনডোর (জিমনেসিয়াম) স্টেডিয়ামে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোহেলী ত্রিপুরা।
আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, খেলাধুলা শারিরীক ও মানসিক সুস্থতার একমাত্র নিয়ামক।তরুণদের মোবাইলের আসক্ত থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
সপ্তাহব্যাপী এ আন্তঃএকাডেমি ব্যাডমিন্টন টুর্নামেন্টে ৫০ জন খেলোয়ার অংশ নেয়।