খাগড়াছড়িতে বন্যা দুর্গত এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান
খাগড়াছড়িতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (২৬ আগস্ট) সকাল থেকে জেলা সদরের বটতলী এলাকায় খাগড়াছড়ি রিজিয়নের আয়োজনে এবং ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স ও সদর জোনের ব্যবস্থাপনায় চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পের নেতৃত্ব দেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল রাকিব।
আয়োজকরা জানান, বন্যা পরবর্তী বিভিন্ন রোগ বালাই প্রতিরোধসহ গাইনী, মেডিসিন ও অন্যান্য রোগীদের চিকিৎসা সেবা প্রদানে এ উদ্যোগ। দিনব্যাপী ৩ শতাধিক উপকারভোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
Facebook Comment