খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বিশেষ সভা

fec-image

চলমান পরিস্থিতিতে খাগড়াছড়ি জেলা আওয়ামীর লীগের বিশেষ বর্ধিত সভা হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) খাগড়াছড়ি সদর কদমতলী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় দেশব্যাপী বিএনপি-জামায়াতের সহিংসতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানানো হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এডভোকেট মো. নাছির উদ্দিন, সহ-সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোং মারমা,আইন বিষয়ক সম্পাদক রতন কুমার দে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিদারুল আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ন মোরর্শেদ খাঁন, মহালছড়ি উপজেলা সভাপতি রতন কুমার শীল, মানিকছড়ি উপজেলা সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনা আক্তার, রামগড় উপজেলা সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন ও দীঘিনালা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমাসহ আওয়ামী লীগে উপদেষ্টা ও জেলা, উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন