খাগড়াছড়িতে জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
খাগড়াছড়িতে জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ (পুনাক)’র যৌথ উদ্যোগে জেলার শতাধিক অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় জেলা পুলিশ লাইনে এ শীতবস্ত বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার নাইমুল হক ও পুনাক’র সভানেত্রী রেহানা ফেরদৌসী।
এ সময় খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ’র সভানেত্রী রেহানা ফেরদৌসী বলেন, খাগড়াছড়ি পুনাক আর্তমানবতার সেবায় সবসময় কাজ করে যাচ্ছে। বিশেষ বিশেষ দিনগুলোতে খাগড়াছড়ি পুনাক অসহায়দের মাঝে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে থাকে। আমাদের এই কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা, পুনাকের সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।