খাগড়াছড়িতে পুলিশী বাধায় ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে সমাবেশ

fec-image

পুলিশী বাধা উপেক্ষা করে পাহাড়-সমতলে ধর্ষণ, সহিংসতা ও নারী নির্যাতন বন্ধ হোক’ এই শ্লোগানে খাগড়াছড়িতে প্রতিবাদ সমাবেশ করেছে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’।

রবিবার (১৫ নভেম্বর) সকালে শহরের মুক্তমঞ্চে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের নেত্রী নাইমা খালেদ মনিকার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশনের সভাপতি মাসুদ রানা, ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি ফরহাদ জামান জনি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, নারী নেত্রী নমিতা চাকমা, বিএমএসসি‘র সভাপতি নিয়ং মারমা, হিল ইউমেন্স ফেডারেশনের নেত্রী নীতি চাকমা প্রমূখ।

বক্তারা সারাদেশের মত পার্বত্য চট্টগ্রামেও নারী নির্যাতন বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেন। তারা এক্ষেত্রে বিশেষ গোষ্ঠির মদদ রয়েছে বলেও অভিমত জানান।

বক্তারা অবিলম্বে খাগড়াছড়ির বলপাইয়া আদামে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের সাথে জড়িত সকলকে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই ঘটনাসহ পাহাড়ের সকল ধর্ষণ, সহিংতা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, ধর্ষণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন