খাগড়াছড়িতে রমেল চাকমার জন্য শোকসভা
প্রেস বিজ্ঞপ্তি : অবিলম্বে অন্যায় ধরপাকড়-নির্যাতনসহ রাজনৈতিক দমন-পীড়ন বন্ধ কর! এই শ্লোগানকে সামনে রেখে রমেল চাকমার মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও রমেল পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবিতে শোক সভা করেছে খাগড়াছড়ি রমেল চাকমা শোকসভা আয়োজন কমিটি।
শুক্রবার (১২ই মে ২০১৭) বিকাল ৩ ঘটিকার সময় স্বনির্ভর বাজারের চৌরাস্তার মোড়ে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। পানছড়ি ১নং লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমার পরিচালনায় খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমণি চাকমার সভাপত্তিত্বে শোক সভায় বক্তব্য রাখেন, লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশেপ্রু মারমা, পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বত্তম চাকমা, ৪নং পেরাছড়া ইউপি চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, নানিয়াচর ৩নং বুড়িঘাট ইউপি সদস্য অংশাপ্রু মারমা, ২নং ধূল্যাতলি ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা, শহীদ রমেল চাকমার পরিবারের পরিবারের পক্ষথেকে লাভলি চাকমা, শহীদ রমেল চাকমার বন্ধু রিপন চাকমা।
শোক সভায় খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা থেকে জনপ্রতিনীধি, কার্বারী, হেডম্যান ও মুরুব্বী অংশ গ্রহণ করে।