খাগড়াছড়ি জেলা পুলিশ ও বাংলাদেশ পুলিশ উইমেন্সের উদ্যোগে নারী দিবস উদযাপন
ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এ প্রতিপাদ্যকে সামনে সামনে রেখে খাগড়াছড়ি জেলা পুলিশ ও বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় পুলিশ সুপারের কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। পরে পুলিশ লাইন্সে আলোচনা সভা অনুষ্ঠিত।
আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. নাইমুল হক এবং সভা সঞ্চালনায় ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা।
এ দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ জুড়ে বা বলা চলে বিশ্বজুড়ে এইদিন সব মেয়েদের সম্মান জানানো হয়। যদিও আজকের দিনে নারী বলে তাঁদের জন্য আলাদা কোনও দিনের প্রয়োজন নেই। কারণ তাঁরা হলো স্বয়ংসিদ্ধা। তাঁরা এখন কারও উপরে নির্ভরশীল নয়। উল্টে তাঁদের উপরই দাঁড়িয়ে আছে পরিবার। আবার কখনও তাঁদের উপরেই নির্ভর করছে কোনও দেশের ভাগ্য বা ভবিষ্যৎ।
‘নারীরা আজ সকল ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। নারী সবকিছুই পারি। দেশের উন্নয়নের জন্য নারীদের অপরিসীম ভূমিকা রয়েছে। মুক্তিযুদ্ধের সময়ও নারীরা অসামান্য অবদান রেখেছেন। নিজেদের যোগ্যতা ও ক্ষমতায় আজ নারীরা এগিয়ে যাচ্ছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক)’র সভানেত্রী রেহানা ফেরদোসী, খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. জয়া চাকমা,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুষ্মিতা খীসা, সাম্পারি গ্রুপ অব ইনিশিয়েটিভ শাপলা দেবী ত্রিপুরা প্রমুখ।
এছাড়াও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সদর থানার ওসি মো. আরিফুর রহমান,সদর ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিউজটি ভিডিওতে দেখুন: