খেলা হবে, তৈরী আছেন তো? -কক্সবাজারে ওবায়দুল কাদের

fec-image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‘ফুটবলের মাঠে খেলা হচ্ছে। রাজনীতির মাঠেও খেলা হবে। তৈরী আছেন তো? খেলা হবে ভোটচুরি, দুর্নীতির বিরুদ্ধে।’

বুধবার (৭ ডিসেম্বর) বিকালে কক্সবাজার সাগর পাড় সংলগ্ন শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বক্তব্যের প্রারম্ভে বঙ্গবন্ধুর মায়াবী স্মৃতিঘেরা ঝাউগাছ, সৈকতের কথা স্মরণ করেন।

এরপর ওবায়দুল কাদের জানতে চান, ‘অনরা ক্যান আছন? ভালা আছন? (আপনারা কেমন আছেন? ভালো আছেন?)

তিনি বলেন, ‘কক্সবাজারের যে রূপান্তর তার রূপকার শেখ হাসিনা। বিশ্বায়নের রূপান্তর শেখ হাসিনা। যিনি ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে ইতিহাস রচনা করেন। তিনি বেঁচে আছেন বলেই আমরা শান্তিতে আছি।’

ওবায়দুল কাদের এমপি বলেন, ‘শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলেই সব পরিস্থিতি সামলিয়ে এগিয়ে যাচ্ছি। দ্রব্যমূল্য কমে আসবে। বিদ্যুৎ সংকট নাই। রাত ১ টায়ও আপনারা খেলা দেখছেন? কোথাও আপনারা সংকট দেখছেন? বিএনপির আমলে এই বিদ্যুতের জন্য কত ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে, সব পরিষ্কার। বাংলাদেশে শতভাগ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নয়া পল্টন মাঠে কেন অনুষ্ঠান করতে চাচ্ছে আমাদের কাছে পরিস্কার। তারা আগুন নিয়ে রাস্তায় নামতে চায়। একটু আগে জানলাম তারা পুলিশের উপর নাকি আক্রমণ করেছে বিএনপি।

বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘ফখরুলের জ্বালা। অন্তরে জ্বালা। বুকে বড় ব্যাথা। কেন জানেন? পদ্মাসেতু শেখ হাসিনা করেই ফেললেন ।ফখরুল সাহেব বাড়াবাড়ি, লাফলাফি করবেন না। তত্বাবধায়ক সরকার মরে গেছে। তারে জীবিত করার কি দরকার?’

জনতাকে লক্ষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুল তত্বাধায়ক নিয়ে চিন্তায়। লাভ হবে? কোন লাভ হবে না। বিএনপিকে বিশ্বাস করবেন না। কক্সবাজারের মানুষ ভুল করবেন না। বাংলাদেশের মানুষ বিএনপি, তারেক রহমান থেকে সাবধান।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের, ক্সবাজার, রাজনীতি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন