ঘুমধুমে ৮’শ ১৫পিস ইয়াবাসহ আটক ১
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অধীনস্থ ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানের ৮শ ১৫পিস ইয়াবাসসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।তার নাম রবি আলম (১৯) পিতা আব্দুল খালেদ।
গতকাল রোববার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন এর দিকনির্দেশনায় ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে এসআই মো. আল-আমিনসহ পুলিশের একটি বিশেষ টিম নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘোনার পাড়া টিভি টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেন।
ঘুমধুম পুলিশের ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারীকে আটক করতে সক্ষম হন পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার অনুমানিক মূল্য ২ লাখ ৪৪ হাজার ৫০০টাকা।
নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। তবে মাদকের বিরুদ্ধে পুলিশ ধারাবাহিক এ অভিযান চলমান থাকবে।