ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় মানিকছড়িতে অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত

fec-image

ঘূর্ণিঝড় আম্ফান ধেয়ে আসার খবরে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি মানিকছড়িতে ১৮টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে।

আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার(২০ মে) দুপুরের পর ঘূর্ণিঝড় আম্ফান চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪৮০ কি.মি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৪৭০ কি.মি দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ২৯০ দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৩২০ কি.মিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

এটি আরো উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বিকাল বা সন্ধ্যা নাগাদ সুন্দরবনের কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। ফলে ঘূর্ণিঝড়ের ক্ষতি মোকাবেলায় অন্যান্য স্থানের ন্যায় মানিকছড়ি উপজেলা প্রশাসন সর্তক রয়েছেন।

ইতোমধ্যে উপজেলার চারটি ইউনিয়নে ১৮টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ১নং মানিকছড়ি ইউনিয়নে ২টি,  ১. রাজবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২. মুসলিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

২নং বাটনাতলী ইউনিয়নে ৮টি, ১.বাটনাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২.ছুদুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩. ডাইনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪. মরাডলু সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫. ডাইনছড়ি পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬. ঢাকাইয়া শিবির সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭.পান্নাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮.শিম্পুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৩নং যোগ্যাছোলা ইউনিয়নে ৫টি, ১.সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২.গাড়ীটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩ .যোগ্যাছোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪. কালাপানি স্কুল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫. খাড়িছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৪নং তিনটহরী ইউনিয়নে ৩টি, ১. নামার তিনটহরী চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২. তিনটহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়,৩. বড়ডলু উচ্চ বিদ্যালয়।
ইতোমধ্যে ইউনিয়ন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ঘূর্ণিঝড় আম্ফান পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সর্তক রয়েছেন।

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, সহ-সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন ইতোমধ্যে সভার মাধ্যমে দূর্যোগ পরিস্থিতি মোকাবেলার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় আম্ফান, মানিকছড়ি, সমুদ্র বন্দর
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন