ছাত্র জনতার আন্দোলন ছিলো রাজনৈতিক কৌশল: ওয়াদুদ ভুইয়া


জুলাই ছাত্র জনতার আন্দোলকে রাজনৈতিক কৌশল উল্লেখ করে খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভুইয়া বলেছেন,আগামী ডিসেম্বর মাসে দেশে নির্বাচন হবে। যে নির্বাচনের জন্য ১৫ বছর লড়াই করে আসছি। এ আন্দোলনে নেতা কর্মীদের হত্যা, গুম, খুন করা হয়েছে। জেল, জুলুম, নির্যাতন সহ্য করতে হয়েছে। জুলাই ছাত্র জনতার ব্যানারে আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে।
রবিবার (১৬ মার্চ) খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বড়নাল মুক্তিযোদ্ধা স্কুল মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়াদুদ ভূইয়া বলেন, চার বছর আগে বড়নালে বিএনপির ইফতার মাহফিল করতে চেয়ে ছিলো, কিন্তু আওয়ামীগ তা করতে দেয়নি। ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা পালিয়েছে। আল্লাহ আমাদেরে আশা পূরণ করেছে।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. বাহাদুর খাঁনের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ বক্তব্য দেন।
উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন জালালের সঞ্চালনায়
জেলা বিএনপির সহ-সভাপতি মংচাইথোয়ায় নাছির আহাম্মাদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু ও মো. মোশারফ ,জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল ইসলাম সুমন, জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গন উস্থিত ছিলেন।