অস্তিত্বহীন প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ

রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে অস্তিত্বহীন প্রকল্পের নামে বরাদ্দকৃত সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা পরিষদে দুর্নীতি দমন কমিশন (দুদক) এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।

দুদকের রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয় থেকে আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলা পরিষদে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে দুদকের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম পার্বত্য জেলা পরিষদ, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিদর্শন করে অভিযোগ সংক্রান্ত বিষয়ে নথিপত্র সংগ্রহ করে।

দুদকের ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে, অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে বরাদ্দকৃত অর্থ এখনও প্রদান করা হয়নি মর্মে টিম নিশ্চিত হয়েছে। অভিযোগসমূহ বিস্তারিতভাবে যাচাইয়ের জন্য দুদকের টিম প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করেছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

এ বিষয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মাহফুজ জানান, অর্থ বরাদ্দে অনিয়মের সংবাদ প্রকাশিত হওয়ায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশে অর্থ বরাদ্দ স্থগিত রয়েছে।

Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন