টেকনাফে রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ে দুই গ্রুপের গোলাগুলিতে আহত-৩

fec-image

টেকনাফের হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পশ্চিম লেদায় চাঁদার দাবীতে দুই গ্রুপের গোলাগুলিতে ৩ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (৫ অক্টোবার)সকাল ১১টায় উপজেলার নয়াপাড়া ২৬নং শরণার্থী ক্যাম্প সংলগ্ন পাহাড়ের পাদদেশে লেদা নুরালী পাড়ার বেলা কাদেরের পুত্র নুরুল ইসলাম প্রকাশ নুরু ছালাম ডাকাত গ্রুপ ও নুর আলীর পুত্র হাছন গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

এতে স্থানীয় ফজু আহমদ বৈদ্যের পুত্র রবিউল আলম (৩০), মো. হাছনের পুত্র ছৈয়দ নুর (২৬) ও মৃত লাল মিয়ার পুত্র সরু হোছন (৩৭) গুলিবিদ্ধ হয়। তাদের দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়। এদের মধ্যে রবিউল আলমের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) রাকিবুল ইসলাম জানান, লোকজন মারফতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্প কবর স্থানের ড্রেইন নির্মাণ কাজ থেকে ডাকাত নুরু ছালাম গং ২লক্ষ টাকা চাঁদা দাবি করে। তা দিতে অস্বীকায় করায় এই দু‘পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন