ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক হতে পারে ১৩ জুন সকাল ১০টার দিকে

fec-image

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে আজ সোমবার যুক্তরাজ্যে উদ্দেশে দেশ ছেড়েছেন। লন্ডনে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে তাঁর সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তার বৈঠকের জোরালো সম্ভাবনা আছে।

লন্ডনের একটি সূত্র মতে, তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। বৈঠকটি হতে পারে।

বিএনপি নেতার সঙ্গে বৈঠকের দিনক্ষণ ও স্থানের বিষয়ে সূত্রটি জানায়, আগামী ১৩ জুন সকাল ১০টার দিকে বৈঠকটি হতে পারে। তবে স্থান চূড়ান্ত হয়নি। নিরাপত্তাজনিত কারণে প্রধান উপদেষ্টা লন্ডনে যে হোটেলে অবস্থান করবেন, সেখানে অথবা তৃতীয় কোনো স্থানে এ বৈঠক অনুষ্ঠানের সম্ভাবনা আছে।

আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মুহাম্মদ ইউনূস। অন্যদিকে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে এ নির্বাচন করার দাবিতে অনড় রয়েছে।

এমন প্রেক্ষাপটে দলটির শীর্ষনেতার সঙ্গে প্রধান উপদেষ্টার এ বৈঠকের বেশ রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দলটির কয়েক নেতা।

এবারের সফরে রাজা চার্লস মুহাম্মদ ইউনূসকে ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ দেবেন। আগামী বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া করা হবে।

মুহাম্মদ ইউনূসের আগামী ১৩ জুন দেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন।
সূত্র : আজকের পত্রিকা

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ড. ইউনূস, তারেক রহমান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন