তিন পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী
রাঙ্গামাটিতে তিন পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শুরু হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে এবং রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হচ্ছে।
সভায় উপস্থিত রয়েছেন, সভার সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার, তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, জেলাপ্রশাসক, মন্ত্রণালয়ের সচিব এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত রয়েছেন।
সভা শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিং করার কথা রয়েছে বলে জানা যায়।
ঘটনাপ্রবাহ: আসাদুজ্জামান খান এমপি, পার্বত্য চট্টগ্রাম, স্বরাষ্ট্রমন্ত্রী
Facebook Comment