দীঘিনালায় পাহাড়ি ছাত্র পরিষদের কাউন্সিল
দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) পক্ষের ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল উপলক্ষে মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে ছাত্র সমাবেশ, নবীন ও বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজ মাঠে পিসিপির কলেজ শাখার সভাপতি রণজিৎ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভানেত্রী কাকলী খীসা, কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, জেএসএস’র উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, পিসিপির কেন্দ্রীয় সভাপতি রাজ্যময় চাকমা, জেলা শাখার সভাপতি জুনান চাকমা ও উপজেলা শাখার সভাপতি সুনেন্টু চাকমা প্রমূখ।
বক্তারা পার্বত্য চুক্তি বাস্তবায়নে নবীনদের আন্দোলনে শামিল হওয়ার আহবান জানান।
সমাবেশ শেষে সুবরণ চাকমাকে সভাপতি, মিটন চাকমাকে সাধারণ সম্পাদক ও বিল্টু ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ৫৬ সদস্য বিশিষ্ট পিসিপির দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজ শাখা কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।