নাইক্ষংছড়িতে থানায় নবাগত ওসির দায়িত্ব গ্রহণ
বান্দরবানের নাইক্ষংছড়ি থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বান্দরবান সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসরুরুল হক।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে তিনি যোগদান করেন বলে থানা সূত্রে জানান।
এর আগে গত বুধবার পুলিশ সুপার সৈকত শাহিনের স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়। একই দিনে নাইক্ষংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল মান্নানকে বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে বদলি করা হয়েছে।
নবাগত ওসি মাসরুরুল হক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
Facebook Comment