নিখোঁজ ব্যক্তির উদ্ধারকাজ চলছে
নাইক্ষ্যংছড়ির তুমব্রু খালে সাঁতার কাটতে গিয়ে একজন নিখোঁজ


নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মক্কোরটিলার ৩৬ নাম্বার সীমান্ত পিলার দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে গরু আনতে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে।
নিখোঁজ ব্যক্তির নাম দেলোয়ার হোসেন(৩৫)। তার পিতা নাম মৃত আবু শামা। সে স্থানীয় গ্রামের বাসিন্দা।
শুক্রবার (২৫ আগস্ট) দুপুর ২ টার দিকে সীমান্ত এলাকা দিয়ে বয়ে যাওয়া তুমব্রু খাল পার হয়ে মিয়ানমার থেকে গরু আনতে চেষ্টা করলে ঐ যুবক পাহাড় থেকে বয়ে আসা পানির প্রবল স্রোতে ভেসে যায়। শুক্রবার সন্ধ্যা ৭টা এ সংবাদ লেখাকালঅবধি তার কোন হদিস মিলেনি ।
এ বিষয়ে যোগাযোগ করা হলে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা বলেন, তিনিও শুনেছেন বিষয়টি। নিখোঁজ ব্যক্তির উদ্ধার বা সন্ধানের চেষ্টা চলছে।
ঘটনাপ্রবাহ: তুমব্রু খাল, নাইক্ষ্যংছড়ি, নিখোঁজ
Facebook Comment