নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রতিরোধ গড়তে হবে


দেশের সব নারীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে জেলা লিগ্যাল এইড অফিসের সিনিয়র সহকারী জজ হোসনে আরা বেগম বলেছেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে নারী ও কন্যাশিশু প্রতি সহিংসতা বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আজ সোমবার সকালে মধ্যমপাড়া মাস্টার গেস্ট হাউজ হলরুমে বিএনকেএস আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান ।
সভায় তিনি বলেন, প্রতিটি নারীরা মুক্তভাবে স্বাধীন নয় বলে দিনশেষে শূন্য নিয়ে বসে থাকতে হয়। ফলে সামাজিক প্রথা থেকে শুরু করে স্বাধীনতভাবে চলাফেরা করতে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়নি বলে এখনো নারীরা পিছিয়ে রয়েছে।
তিনি আরো বলেন, নারীরা দেশের বোঝা নয়, পুরুষদের সাথে সমানভাবে তাল মিলিয়ে নারীরাও এগিয়ে যাচ্ছে। কিন্তু নিজের অধিকার নিয়ে কথা বলতে গেলে প্রতিটি নারীকে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। তাই সরকারের উচিত প্রতিটি নারীর স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে আইগতভাবে নিজেদের অধিকার ফিরিয়ে দেয়া।
সমাবেশে নারী বক্তারা বলেন, নারী নির্যাতন এটা কোন দেশে একক সমস্যা নয়। এটা বৈশ্বিক সমস্যা। নারী নির্যাতন মানবাধিকার লঙ্ঘন করে। সময়ের পরিবর্তনের সঙ্গে নারী নির্যাতনের ধরনও পরিবর্তিত হচ্ছে। প্রতি তিনজনে একজন নারী তার জীবন পরিক্রমায় শারীরিক, মানসিক বা যৌন নির্যাতনের শিকার হয়। নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে সামাজিক সমস্যা এবং নারীর অধিকারের বিরুদ্ধে সংঘটিত অপরাধ। তাই সরকারের প্রতি এই বিষয়ে নজরদারি বাড়ানো আহ্ববান জানান বক্তারা।
সভায় বিএনকেএস উপ নির্বাহী পরিচালক উবানু মারমা সঞ্চালনায় জেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি অংচমং মারমা, নারীনেত্রী সূচিত্রা তংচঙ্গ্যা হেডম্যান উনিহ্লা, সাংবাদিক বুদ্ধজ্যেতি চাকমা, বিএনকেএস নির্বাহী পরিচালক হ্লাসিংনু, ট্রেইনিং অফিসার পারমিটা চাকমা ফিল্ড ফ্যাসিলেটিটর সুইমা মারমাসহ নারী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।