নিষ্ঠা ও সততার সাথে বিচারপ্রার্থী জনগণকে সেবা দিতে হবে: বান্দরবান জেলা ও দায়রা জজ

fec-image

জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল নিষ্ঠা ও সততার সাথে বিচারপ্রার্থী জনগণকে সেবা দেয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (১১নভেম্বর) বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহায়ক কর্মচারীদের ইন সার্ভিস প্রশিক্ষণ ও সনদ বিতরণে এই আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান বলেছেন- আদালতের সহায়ক কর্মচারীরা বিচার ব্যবস্থার অত্যান্ত গুরুত্বপূর্ণ। তিনি তাদের প্রতি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানান।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম জেলা ও দায়রা জজ নিশাত সুলতানা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহম্মদ হাসান, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার, সহকারী জজ ঝুমু সরকার। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন