পানছড়ির শীতার্তদের পাশে অল নাইস শিক্ষা ফাউন্ডেশন


পানছড়ির শীতার্তদের মাঝে শীত বস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছে অল নাইস শিক্ষা ফাউন্ডেশন। শুধু শীতবস্ত্র নয় গরীব মেধাবী শিক্ষার্থীদেরও বিগত দিনে তারা প্রদান করেছে আর্থিক সহায়তাসহ শিক্ষা সামগ্রী। পানছড়ির বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শিক্ষকদের নিয়ে গঠিত এই স্বনামধন্য অল নাইস শিক্ষা ফাউন্ডেশন এবার বিভিন্ন গ্রামের অসহায়, দু:স্থ ও প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করেছে শীতবস্ত্র (কম্বল)।
রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টা থেকে পানছড়ি গণ পাঠাগার মিলনায়তের সামনে সকল সম্প্রদায়ের মাঝে অর্ধ শতাধিক কম্বল বিতরণ করা হয়। পানছড়ি ডিগ্রী কলেজের প্রভাষক ত্রিরতন চাকমা, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান রফিকুল ইসলাম বাবুল, বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিশ্বময় চাকমা, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও লোগাং বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নূতন ধন চাকমা, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ল্যাপ্রুচাই মারমাসহ সকল সদস্যরা উপস্থিত থেকে শীতবস্ত্র তুলে দেন।