পানছড়ির শ্রেয়সীর টেলেন্টপুল বৃত্তি


টেলেন্টপুলে বৃত্তি পাওয়া পানছড়ির শ্রেয়সী
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি)’র ফলাফলে পানছড়ির প্রথম স্থান অধিকারী শ্রেয়সী দেবের এবারের অর্জন টেলেন্টপুল বৃত্তি। এই মেধাবীর বাবা-মা দু’জনই বিদ্যালয় শিক্ষক।
তার বাবা বিজয় কুমার দেব পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও মা বৃন্দা দেবী সূতকম্মা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মেয়ের অর্জিত সাফল্যর খবরে তারা দুজনেই খুশী।
শ্রেয়সী জানায়, সে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ভর্তি হয়েছে। সকলের আর্শিবাদ নিয়ে ভবিষ্যতে জেএসসি, এসএসসি ও এইচএসসিতে ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন তার।
ঘটনাপ্রবাহ: টেলেন্টপুল বৃত্তি, পানছড়ি, প্রাথমিক শিক্ষা সমাপনি
Facebook Comment